শিবচর করেসপন্ডেন্ট
শিবচরে মোবাইল অ্যাপ ক্রিকেট বস-এ আইপিএল জুয়া খেলার সময় ২১ জুয়াড়ীকে আটক করেছে শিবচর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মফিজউদ্দিন মাদবরকান্দি গ্রামের মোকসেদপুর বাজারের মোতালেব মিয়ার চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
শিবচর থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসময় শিবচর থানর উপপরিদর্শক রাম প্রসাদ চক্রবর্ত্তীর নের্তৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ২১ জন জুয়াড়ীকে আটক করে। এসময় জুয়াড়ীদের কাছ থেকে নগদ ১৩ হাজার ৫৪ টাকা, ও ৪ টি এ্যানড্রোয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। শুক্রবার সকালে আটককৃতদের মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
শিবচর থানার উপপরিদর্শক রাম প্রসাদ চক্রবর্ত্তী সারাক্ষন নিউজকে বলেন, “রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ জুয়াড়ীকে আটক করা হয়েছে। এসময় নগদ টাকা ও জুয়া খেলার জন্য ব্যবহৃত ৪ টি এ্যানড্রোয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।”