শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরেরচর আর.এম. উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয় হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষ এ সমাবেশের আয়োজন করেন। বিদ্যালয়র প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা: মোজাম্মেল হক চৌধুরী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ পুলিশের সাবেক পরিদর্শক শিকদার আবদুস সালাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ স্কাউটস এর পরিচালক সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য মোহাম্মদ গোলাম মোস্তফা, ও বিশিষ্ট আইনজীবী ইশতিয়াক আহমেদ চৌধুরী তুমুন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।