শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
যথাযথ মর্যাদায় ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মাদারীপুরের শিবচরে পালিত হছে পবিত্র ঈদুল আজহা। সামাজিক দুরত্ব মেনে ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে বুধবার সকালে শিবচর উপজেলা বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য বিধি মেনে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত সকাল সাতটায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামে মসজিদে পেশ ইমাম হাফেজ মাওলানা আতিকুর রহমান ইমামতিতে প্রধান জামাতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বিপুল সংখ্যাক মুসল্লীরা ঈদের জামাতের অংশগ্রহন করেন।
উপজেলা মসজিদ ছাড়াও কেন্দ্রীয় জামে মসজিদ,চকবাজার জামে মসজিদ, দাদা ভাই পৌর সুপার মার্কেট জামে মসজিদ, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ জামে মসজিদ, হাজী শরীয়াতুল্লাহ রহ. আস্তানা,জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, ডি সি রোড় বাইতুল আমান জামে মসজিদ, খালাসী বাড়ি জামে মসজিদ, পৌরসভা জামে মসজিদ, থানা জামে মসজিদ, সাব-রেজিস্টার অফিস সংলগ্ন জামে মসজিদ, নদীর পাড় জেলখানা মোড় জামে মসজিদ, কেরানীবাট জামে মসজিদ, পশু হাসপাতাল রোড় তারা জামে মসজিদ, গুয়াতলা বাইতুন নূর জামে মসজিদ, আল মাগফিরাত জামে মসজিদ, সরকারি বরহামগঞ্জ কলেজ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে স্বাস্থ্য বিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
পরে দেশ,জাতি মঙ্গল ও করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে মুক্তির কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শিবচরে বিভিন্ন অলিতে গলিতে এবং বিভিন্ন এলাকায় পশু কুরবানী দেন ধর্মপ্রান মুসলমানরা।