শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরে শিবচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসমা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ১২ টার দিকে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে বেপারীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আসমা বেগম ওই এলাকার হুকুম আলী ভুইয়া মেয়ে বলে জানা যায়।সে তিন সন্তানের জননী।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আসমা বেগম রান্না করার জন্য ফ্রীজ থেকে খাবার তৈরি করার জিনিস আনতে গেলে ওই ফ্রিজ থেকে বিদ্যুতায়িত হয়ে আহত হন।পরে পরিবারের লোকজন আহতঅবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আরওমও মিঠুন চন্দ্র বিশ্বাস বলেন,”কিছুক্ষণ আগে একজন বিদ্যুতায়িত নারীকে তার পরিবারের লোকজন হাসপাতালে এনেছিলো।আমরা পরিক্ষা করে দেখলাম হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন,ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।”