প্রতিনিধি শিবচরঃ
মাদারীপুরের শিবচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) বেলা ১১ টার দিকে শিবচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেল মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খানমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা।
পরে দুঃস্থ নারীদের মাঝে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ৭ জন নারীকে ২ হাজার টাকা করে নগদের মাধ্যমে অর্থ সহায়তা ও ৭ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এর আগে শিবচর উপজেলা প্রশাসন, আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের আয়োজন শেখ ফজিলাতুন নেছা সরকারী বালিকা বিদ্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান,উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ডা. মোঃ সেলিম ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ লতিফ মুন্সী, সহ-সভাপতি, মোঃ ফিরোজ হোসেন খান, পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান হ্যাপি মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারন সম্পাদক মোঃ খায়রুজ্জামান খান, মাদারীপুর জেলা পরিষদের সদস্য শাহরিয়ার হাসান খান রানা, আয়শা সিদ্দিকা মুন্নি,জাতীয় মহিলা সংস্থার সভাপতি সোনিয়া ফেরদৌস, উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী ও সাধারন সম্পাদক আসিফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।