শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে ৩৬ বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলাম (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।
বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৪ টার দিকে শিবচর বাজারের গুয়াতলা এলাকা (পল্লীবিদ্যুত অফিসের সামনে) থেকে তাকে আটক করা হয়।
আটক নুরুল ইসলাম শিবচর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় মৃত আমজেদ হোসেনের ছেলে।মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবুল কাশেম খান ঘটনার সততা নিশ্চিত করেন।
উদ্বারকৃত ফেনসিডিল
তিনি জানান, গোপন সংবাদে জানতে পারি গুয়াতলা এলাকা (পল্লীবিদ্যুত অফিসের সামনে) পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এমন একটি সংবাদে সেখানে অভিযান চালিয়ে নুরুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে ৩৬ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আজ দুপুরে আসামীকে আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।