মাদারীপুর প্রতিনিধি:
দেশীয় জাত,আধুনিক প্রযুক্তিঃ প্রাণীসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মাদারীপুরের শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।
বুধবার দুপুরে শিবচর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে আয়োজিত প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর মৎস্য ওপ্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা জনাব হরিশ চন্দ্র বোস সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা সিহাব,উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আসাদুর রহমান।
এসময় উপজেলা প্রানী সম্পদ হাসপাতাল ও মাঠপর্যায়ের কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মাঠে ২৬ টি স্টল প্রদর্শন করা হয়।
পরে প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরন করা হয়।