শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শিবচর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে মাদারীপুর জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির ও সদস্য সচিব কামরুল হাসান এই কমিটির অনুমোদন করেন।শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এখবর জানানো হয়।
কমিটিতে পৃথকভাবে উপজেলায় ২২ জন, পৌরসভায় ও পৌরসভায় ২১ ও বরহামগঞ্জ কলেজে ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
উপজেলা ছাত্র দলের কমিটিতে আহবায়ক পদ পেয়েছেন মো. ইমতিয়াজ আহমেদ খান তুরাগ এবং সদস্য সচিব পদ পেয়েছেন সাইদুর রহমান বেপারী
এ কমিটির যুগ্ন আহবায়ক হলেন, ইমরান হোসাইন,মতিউর রহমান মতি, হাবিবুর রহমান প্লাবন,জাহিদ হাসান,মাহিন মাদবর,নাঈম গোমস্তা,বাবুল খান
আরিফ হোসেন খান,আসিফ আহমেদ খান,আজম আহমেদ
মোঃ শাহাদাৎ হোসেন,সোহাগ খান নিলয়,হামিম খান,রফিকুল ইসলাম রুবেল, হাসান ফরাজী ও
হাফিজুর রহমান রাশেদ মৃধা অন্যদিকে কমিটির সদস্যরা হলেন,সাজিত হাসান খান সোহাগ
জায়েদ ইবনে শহিদ,ইমারাত হোসেন (আরেফিন ইমারাত) ও
শাস্ত খান।
এদিকে শিবচর পৌর ছাত্র দলের আহবায়ক কমিটিতে আহবায়ক সাইদ হাসান শিহাব এবং সদস্য সচিব রিয়াজ মাহমুদ গোমস্তা মনোনীত হয়েছেন।
এ কমিটির যুগ্ন আহবায়ক হলেন গোলাম রাব্বি খান বাঁধন,
শাকিল আহমেদ, রুহুল আমিন রিমন, শাওন হাসান, এনামুল হক সাজু, রোমান হোসেন
সাব্বির হাসান শান্ত ইসলাম,
মোঃ রাকিব,রায়হান বেপারী,
আনোয়ার হোসেন, সাইদুর রহমান রাশেদ, মাহমুদুর রহমান রাহাদ মল্লিক কমিটির সদস্যরা হলেন মেহিদী হাসান,সিয়াম আহমেদ,সামির আহমেদ,রায়হান গোমস্তা সোহানুর রহমান সোহান ও আরিফুল ইসলাম হাওলাদার।
অন্যদিকে সরকারি বরহামগঞ্জ কলেজ শাখা ছাত্র দলের কমিটিতে আহবায়ক হয়েছেন
জাহিদ হোসেন ও সদস্য সচিব করা হয়েছে আকিব খানকে।
কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছে নাহিদুজ্জামান বেপারী (নাহিদ),জাকির হোসেন
মহসিন মৃধ্য, সাকিবুজ্জামান সাকিব, জাহিদুল ইসলাম, এস.এম রমজান, ওবাইদুল রহমান বেপারী, শিপন মাতুব্বর, হিমেল মাতুব্বর, মোঃ সোহেল,রায়হান মিয়া ও সালমান কাজি।
একমিটির সদস্যরা হলেন, রিহান রাব্বি,হাচান মাহামুদ,বিপ্লাল ফকির,মাসুদ রানা, রিমন হোসেন,তরিকুল ইসলাম রনি ও নাঈম মিয়া।
মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বলেন, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা যোগ্য, ত্যাগী ও দক্ষ নেতাদের সমন্বয়ে এবং সবার মতামতের ভিত্তিতে ছাত্র দলের শিবচর উপজেলার বিভিন্ন ইউনিটের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।আমরা আশা করি আগামীদিনের যেকোন আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা পালন করবে।এ কমিটি গঠনের মাধ্যমে আগামীতে দলের আন্দোলন-সংগ্রামসহ সব কর্মসূচি আরও বেগবান হবে।