শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে নির্বাচনী ভোটকেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জামাদি। শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলা থেকে সহকারি রির্টানিং কর্মকর্তার কাছে মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় ভোটকেন্দ্রে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদারীপুর ১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১০২টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ব্যতীত সব ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়। এরমধ্যে শিবচরে ৬টি কেন্দ্রে পদ্মারচরে হওয়ায় সেখানে ব্যালট পেপারও দেয়া হয়েছে। এছাড়া বাকি ৯৬টি কেন্দ্রের ব্যালট পেপার রোববার সকাল ৭টার মধ্যে পৌঁছে দেয়া হবে। এ আসনে বিভিন্ন দলের মোট ৩ জন প্রার্থী প্রতিন্দ›দ্বীতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মাদারীপুর-০১ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী নূর-ই আলম চৌধুরী লিটন, জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দিক, বাংলাদেশ তরিকত ফেডারেশন তোফাজ্জেল হোসেন খান। শিবচর উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর-০১ আসন। এখানে মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৭৯ জন, ১ লাখ ৪৩ হাজার ৭১৩ জন নারী ভোটার ও হিজড়া ৩ জন।
নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্লাহ আল মামুন বলেন,’নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশন অনুযায়ী একটি স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজকে ভোট গ্রহনের জন্য যে প্রয়োজনীয় মালামাল তা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের হস্তান্তÍর করছি।আমরা নির্বাচন কমিশন কর্তৃক যে ব্যালট তার ৯৬ টি কেন্দ্রে আগামীকাল সকালে পৌছে দিবো আর বাকি ৬ টি কেন্দ্র যেহেতু চরাঞ্চলে তার মধ্যে চরজানাজাত ইউনিয়নের ৪ টি কেন্দ্র, কাঠালবাড়ি ইউনিয়নের মাগুরখন্ড কেন্দ্র ও বন্দরখোলা ইউনিয়নের ১ টি কেন্দ্রে আজ ব্যালট পেপার দিয়ে দিবো।নির্বাচনে আনসার রয়েছে ১২ শত অধিক, ৬শত পুলিশ, বিজিবি ২ প্লাাটুন ও সেনাবাহিনী ২ প্লাটুন রয়েছে। আশা করি সকলের সহযোগিতা একটু সুন্দর, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।’
মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান জানান, ভোট শাস্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি রয়েছে কমিশনের। ভোটাররা যাতে কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এ ব্যাপারে কঠোর অবস্থানে প্রশাসন। এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেলে নির্বাচনী সরঞ্জামাদি। প্রস্তুত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও।