শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরে খেলাধুলা নিয়ে বাক-বিতন্ডায় কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শিবচর থানা পুলিশ তিন কিশোরকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুই কিশোর পুলিশ হেফাজতে চিকিৎসাধীন এবং অন্য কিশোর থানা হেফাজতে আছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর বুধবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করে পুলিশ। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আনোয়ার হোসেন বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
শিবচর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার নন্দ কুমার ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনের বালুর মাঠে খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের ইমাম ও সবুজ গ্রুপের কিশোর সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সবুজ গ্রুপের সিয়াম(১৬), রাজন(১৬) এবং ইমাম গ্রুপের মো. ইমাম(১৬) ও রাহাত (১৬) গুরুতর জখম হয়। এদের মধ্যে সিয়াম ও রাজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার গুরুতর আহত সিয়ামের ফুফু রিজিয়া বেগম বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। এরপরই পুলিশ পৌর সভার ১ নং ওয়ার্ডের গুয়াতলা এলাকার রিপন খানের ছেলে মো.ইমাম, কেরানিবাট এলাকার ফজলুল হকের ছেলে রাহাত এবং গুয়াতলা এলাকার ইউনুস মুন্সির ছেলে সায়মনকে গ্রেফতার করে। এদের মধ্যে ইমাম ও রাহাত পুলিশ হেফাজতে চিকিৎসাধীর রয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ফুটবল খেলা নিয়ে গত কয়েকদিন আগে থেকে লেগে থাকা কথা কাটাকাটির জেরেই মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সিয়াম নামের কিশোরকে গলায় ছুরিকাঘাত করলে সে গুরুতর জখম হয়। তাকে মঙ্গলবার দুপুরে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা প্রেরণ করেছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আনোয়ার হোসেন জানান,’কিশোরদের সংঘর্ষের ঘটনায় তিন কিশোরকে গ্রেফকার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পুলিশি তৎপরতা অব্যাহত আছে।’