ডেস্ক রিপোর্টঃ
মাদারীপুরের শিবচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আজ মঙ্গলবার (১৯ জুলাই) শেষ অফিস করবেন মোঃ আসাদুজ্জামান। বদলী জনীত কারনে আগামীকাল ঢাকার আগারগাঁওএ পরিকল্পনা মন্ত্রনালয়ে যোগদান করবেন তিনি।
এর আগে গত ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারী তিনি উপজেলা নির্বাহী অফিসার পদে শিবচরে যোগদান করেন।যোগদানের কিছু দিনের মধ্যেই নিজ গুণে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। উপজেলাবাসী একজন সজ্জন, কর্মঠ, জনবান্ধব ও দক্ষ অফিসারকে হারাচ্ছেন।
এদিকে শিবচরে যোগদানের কয়েকদিন পর থেকে মহামারী করোনা ভাইরাসের কারনে গোটা বিশ্ব যেখানে স্তম্ভিত সেখানে তিনিসহ তার প্রশাসন নিরলসভাবে শিবচরবাসীকে নিরাপদ রাখতে ব্যাপক কর্মসুচী ও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩ বছর ৫ মাস শিবচর উপজেলার মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন তিনি। এ সময়ে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে জনগণের সেবা দিয়েছেন। করোনা মহামারীর মধ্যেও উপজেলার সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।এতে তিনি দুইবার মহামারী করোনায় আক্রান্ত হন। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ছিল তার সজাগ দৃষ্টি। তার প্রশাসনিক এলাকায় জনস্বার্থবিরোধী কোন ঘটনা তার নজরে এলে কালবিলম্ব না করে তাৎক্ষণিক সরেজমিনে গিয়ে জনগণকে সাথে নিয়ে তা দৃঢ়তার সাথে মোকাবেলা করেছেন।শিবচরের ১৯ টি ইউনিয়ন ও পৌরসভার নির্বাচনে সঠিক ও গ্রহনযোগ্য দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেন। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের যে মূলধর্ম কাজের মধ্যদিয়ে জনগণের আস্থা অর্জন করতে তিনি সক্ষম হয়েছেন।সর্বপরি আমাদের জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরীর একজন আস্থাভাজন অফিসার হিসেবে দীর্ঘ সাড়ে তিন বছর দায়িত্ব পালন তার একটি বড় উদাহরণ।