শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে নাদিয়া (১৮) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুর ১ টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকায় তার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে
নিহত নাদিয় ওই এলাকার মালয়শিয়া প্রবাসী মহসীন ঢালীর স্ত্রী ও উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরের কান্দি গ্রামের নোয়াব হাওলাদারের মেয়ে। সে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
থানায় অভিযোগ, নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায় গত ৯ মাস আগে পারিবারিকভাবে উপজেলা যাদুয়ারচর গ্রামের মহসীন ঢালীর সাথে বিয়ে হয় নাদিয়ার।বিয়ের পর থেকে নাদিয়া স্বামী মালয়েশিয়া থাকে।কিন্তু পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নাদিয়ার শ্বশুর /শাশুড়ী সাথে ঝগড়া লেগে থাকতো।আজ দুপুরে নাদিয়া সকলের অজান্তে তার বসত ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলে থাকে।এসময় নাদিয়ার শাশুড়ি ঘরের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করে।পরে থেকে কোন সাড়া শব্দ না করিলে নাদিয়ার ভাসুরের ছেলে আবির (০৮) কে ঘরের উপর দিয়ে ঘরের ভিতরে ডুকিয়ে দরজা খোলায়। তখন ঘরের মধ্যে তাহার শোবার কক্ষে তাহার ব্যবহৃত ওড়না দিয়া বসত ঘরের আড়ার
সাথে গলায় ফাঁস লাগায় ঝুলিতেছে।পরে নাদিয়া পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে নাদিয়ার মরদেহ ঝুলন্ত অবস্থা দেখতে পায়।খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে।মরদেহটি বর্তমানে শিবচর থানায় রয়েছে।
নাদিয়ার মা বাতাসী বেগম বলেন, ওর বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজনের সাথে ঝগড়া / ঝামেলা হতো।আজ খবর পেয়ে ওখানে গিয়ে দেখি মা আমার মরে গেছে। ওকে মেরে ফেলা হয়েছে।
নাদিয়ার মামা হাফিজুর রহমান বলেন,আমি খবর পেয়ে ওর শ্বশুর বাড়ি যাই।সেখানে গিয়ে যা দেখতে পেলাম তাতে মনে হয়না ও আত্ম হত্যা করেছে।তাছাড়া ও ৭ মাসের প্রেগনেন্ট,সেকেন আত্মহত্যা করবে?? আমি এই ঘটনা তদন্ত সাপেক্ষ সুষ্ঠু বিচার চাই।
শিবচর থানার উপপরিদর্শক ও সেকেন্ড অফিসার মোদাচ্ছের হেসেন বলেন,আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করি।ময়নাতদন্ত ছাড়া বলা যাবে কি হইছে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’