শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরের দুই ইউনিয়ন পরিষদে উপ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ।পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে শিবচর উপজেলা পরিষদের ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এতে সন্ন্যাসীর চর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে মোঃ কহিনুর হাওলাদার। তিনি ভোট পেয়েছেন ৫৫৬৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন চশমা প্রতিকে রফিকুল ইসলাম তারেক তিনি পেয়েছেন ৫২৪৮ ভোট।
অন্যদিকে কাঁঠালবাড়ী ইউনিয়নে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে তালগাছ প্রতীকে পেয়ারা বেগম পেয়েছেন ৮শত ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের মোসা শিল্পী আক্তার। তিনি পেয়েছেন ৩২ ভোট।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাচন অফিসার মোঃ হারুন অর রশীদ জানান, শিবচরে দুটি উপ নির্বাচন হয়।সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরেছে।