শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেলে মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া আসছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে বিকালে তিনি শিবচরের দত্তপাড়া আসবেন। তাঁর আগমন উপলক্ষে শিবচর ও মাদারীপুর জেলা প্রশাসন নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বিকালে ঢাকায় ফেরার পথে তিনি শিবচরের দত্তপাড়া আসবেন।এখানে তিনি জাতীয় সংসদ সদস্য জাতীয় সংসদের চীপ হুইপ নুর-ই-আলম চৌধুরী ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করবেন। ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবং দৃষ্টিনন্দন কলেজ মসজিদ পরিদর্শন করবেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতিবিজড়িত দত্তপাড়ায় রাষ্ট্রপতির আগমন ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। দত্তপাড়ায় সাজ-সাজ রব। এলাকার রাস্তাঘাট নির্মান ও বিভিন্ন স্থাপনায় রং করা হচ্ছে।রাষ্ট্রপতির আগমন ঘিরে গত কয়েক দিন ধরেই এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মতিউর রহমান জানান, ‘রাষ্ট্রপতির শুভেচ্ছা জানাতে আমরা মহাসড়কের দুই পাশে অবস্থান করে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাবো। রাষ্ট্রপতির আগমনে দত্তপাড়ায় সাজ-গোজ চলছে । এলাকার রাস্তাঘাট নির্মান ও বিভিন্ন স্থাপনায় রং করা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের শৈশবের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দত্তপাড়া এলাকার মানুষ অনেক আনন্দিত। ‘
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুরাদ মিয়া বলেন, চীফ হুইপের পৈতৃক নিবাস দত্তপাড়ায় আসছেন মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। এলাকা জুড়ে উৎসবের আমেজ। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শিবচরে এসে ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজ ও কলেজের সামনের দৃষ্টিনন্দন মসজিদ পরিদর্শন করবেন। মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাই’য়ের কবর জিয়ারত করবেন। তার এই আগমনে আমরা গর্বিত।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, জেলা পুলিশের পক্ষ থেকে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।