মাদারীপুর প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনে টানা ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার দুপুরে শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাজিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন মাদারীপুর-১ আসনের টানা ৬ বারের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যানআঃ লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লাস,শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।