মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে প্রেসক্লাবের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে শহরের পৌর ঈদগাহ-এর সামনে নতুন শহর এলাকায় এর উদ্বোধন করা হয়।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেস ক্লাবের শুভউদ্বোধন করেন।
মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাশার, এ্যাডভোকেট যতিন সরকার, সাবেক কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবিরসহ অনেকেই।
পরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, মাদারীপুর প্রেসক্লাবের ভবন না থাকায় দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ভাড়ায় থাকতো সংগঠনটি। প্রেসক্লাবের তিনতলা ভবন নির্মানের জন্য ৯০ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। ইতোমধ্যে দরপত্র আহবানও করা হয়েছে। মের্সাস জান্নাতুল ফেরদৌস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শিগগিরই এর কাজ শুরু হবে বলে জানায় সংশ্লিষ্টরা।