রাজৈর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর পৌরসভার ময়লার ভাগাড় থেকে নবজাতকের মৃত দেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। তবে নবজাতকের পরিচয় মেলেনি।
বুধবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ওই এলাকার হাশমত ফিলিং স্টেশনের অপর দিকে পৌরসভার ময়লার স্তূপের ভাগাড়ে এক ছেলে নবজাতকের মৃত দেহ দেখতে পায় স্থানীয়রা।পরে তারা থানা রাজৈর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়
রাজৈর উপজেলা মানবাধিকার সংগঠনের সম্পাদক এস এম ফেরদৌস হোসাইন বলেন, সবাই যদি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলে, এ ধরনের ঘৃনীত কাজ সমাজে ভবিষ্যতে হবে না।
এব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন,কে বা কারা শিশুটির মরদেহ রেখ গেছে তা জানতে পারিনি।মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। “