মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ছিনতাই করে পালানোর সময় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় ছিনতাইকারীদের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে শহরের আমিরাবাদ এলাকার বলরাম দেব মন্দিরের ভেতর এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছে সদর মডেল থানা পুলিশ।
তবে এই ঘটনায় সজিব ও জামাল নামে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে পুলিশ।গ্রেফতারকৃত দুজনই মাদারীপুর শহরের সবুজ বাগ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মন্দিরের বারান্দায় বসে স্থানীয় কয়েকজন যুবক লুডু খেলছিল। এ সময় মুখোশপড়া একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মাধ্যমে যুবকদের জিম্মি করে ফেলে। পরে ৬টি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাঁধা দিলে ছিনতাইকারীদের হামলায় জব্বার হোসেন (৪৮), সাদ্দাম হোসেন (৩০) ও জোবায়ের আলম (৩৮) আহত হয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে ধাওয়া দিয়ে সজিব ও জামাল নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।তাদের দুজনের বাড়ি মাদারীপুর শহরেই।তাদের ডাকাতির মামলায় আদালতে প্রেরন করা হয়েছে। বাকিদের ধরতে চলছে অভিযান। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।