প্রতিনিধি কালকিনিঃ
মাদারীপুরে শোক দিবস উপলক্ষে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ডাসার উপজেলার দক্ষিন ডাসার এলাকায় অবস্থিত একটি হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ৫টি ইউনিয়নের কয়েকশ’ শিক্ষক এতে অংশ নেন। পরে তাদের মধ্যে থেকে অনেকেই নবগঠিত ডাসার উপজেলার উন্নয়নমূলক নানা দিক নিয়ে আলোচনা করেন। এরপর সম্প্রতি ডাসার উপজেলা ঘোষণা ও গেজেট প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে ধন্যবাদ জানান শিক্ষকরা।
৪১নং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, যুগ্ন আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল, যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈসহ অনেকেই।