1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ

বিএনপি যদি মনে করে তাদের ছাড়া নির্বাচন হবে না সেটা ভুল ধারণা’—- চিফ হুইপ

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৮.১৯ পিএম
  • ৫৩৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন,’বিএনপি যদি মনে করে তাদের ছাড়া নির্বাচন হবে না সেটা ভুল ধারনা। আপনাদের (বিএনপি) দল টিকিয়ে রাখার জন্য আপনাদেরকেই নির্বাচনে আসতে হবে। আপনারা যদি বারবার নির্বাচন নিয়ে এমন ষড়যন্ত্র করেন তাহলে আপনাদের পরিণতি এক সময় ওই পাকিস্তানের মুসলিম লীগের মতোই হবে।’

বুধবার(২৬ জুলাই) সকালে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ এ কথা বলেন।

এ সময় তিনি বলেন,’বিদেশীরা যা বলেছে, সবাই যেটা চাচ্ছে, সাধারন মানুষ যেটা চায় তা হলো একটি সুষ্ঠ, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচন। আমরাও চাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন হবে।’

চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী আরও বলেন,’এখন আর কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। কারন যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে জনগন তখন বুঝে নাই। জনগন যদি রাস্তায় নামতো তাহলে ওই কয়েকজন সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করে রেহাই পেতো না। আজকে যদি শেখ হাসিনার কিছু হয় ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে।’

তিনি বলেন,’এই দক্ষিণবঙ্গের মূল হলো শিবচর। শিবচরের সবাই মিলে তখন এই দক্ষিণবঙ্গ বন্ধ করে দেয়া হবে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে ষরযন্ত্র করার সাহস আপনারা (বিএনপি) কেউ আর করবেন না। কারন আজকে আওয়ামী লীগ নেতাকর্মীরা আর সেই জায়গায় নেই। আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী যদি রাস্তায় নামে তাহলে কোন ষরযন্ত্রকারী এই বাংলার মাটিতে বেশিক্ষন টিকে থাকতে পারবে না।’

এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাজাহান মোল্লাসহ অন্যরা।

পরে চিফ হুইপ নবনির্মিত শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আই এইচ টি) এর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!