মাদারীপুর প্রতিনিধি,
যতোক্ষণ এ সরকার পদত্যাগ না করবে ততোক্ষণ বিএনপির সর্ব শ্রেণির নেতা ও কর্মীরা রাজপথ দখল করে রাখবে বলে হুশিয়ারি দিলেন, বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর নাসির।
রবিবার (৩১ জুলাই) বিকেলে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এ হুশিয়ার দেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ রাজনীতিবিদ এ সময় বলেন, আজ ভোলায় পুলিশ বাহিনী দিয়ে গুলি করে আমাদের এক নিরীহ কর্মীকে হত্যা করা হয়েছে। এ সরকার কখনোই জনগণের সরকার হতে পারে নি, এ সরকার হচ্ছে পুলিশ বাহিনীর সরকার। তারা বিএনপিকে দমন করার জন্য পুলিশ বাহিনীকে লেলিয়ে দিচ্ছে বিএনপির উপর। এ সন্ত্রাসী সরকার উৎখাতের জন্য বিএনপি কঠিন আন্দোলনে যাবে।
বিক্ষোভ সমাবেশ চলাকালীন মাদারীপুর জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা ও কর্মীরা সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সরকার পতনের স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ সমাবেশে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামিনুর হোসেন মিঠুর সভাপতিত্বে, বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির সহ জেলার বিভিন্ন নেতা ও কর্মীরা।