শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
পদ্মা সেতু হয়ে সড়ক পথে ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি। সোয়া ৮টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়।
তাকে শুভেচ্ছা জানাতে মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে।
সকাল থেকে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মীরা সড়কের বিভিন্ন অংশে আসতে শুরু করেন। পদ্মা সেতুর জাজিরা থেকে শিবচরের দত্তপাড়া এলাকা পর্যন্ত সড়কের পাশে নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিকে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে পুরো এক্সপ্রেসওয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলনা রক্ষাকারী বাহিনী। যানবাহন ও সাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে।
শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়ক দিয়ে টুঙ্গিপাড়া গেছেন। তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে এখানে এসেছি।’
শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গোপালগঞ্জ সফরের যাত্রাকালে মাননীয় চীফ হুইপ জননেতা নূর-ই-আলম চৌধুরী এমপি মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে সকাল সাড়ে সাতটা থেকে আমরা এখানে অবস্থান করছি।”
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকেই ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।