প্রতিনিধি, শরীয়তপুর:
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর গত ২০ দিনে সেতুর দুই প্রান্তে টোল আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা।
গত ২০ দিনের টোল আদায়ের হিসেবে নিশ্চিত করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ টোল আদায় হয় ২৬ জুন থেকে ১৫ জুলাই শুক্রবার পর্যন্ত।
সেতু কর্তৃপক্ষ সুত্রে জানাযায়,২৬ জুন পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে গাড়ি পারাপার শুরুর পর হতে ১৫ জুলাই শুক্রবার পর্যন্ত ২০ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা। এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে যানবাহন পার হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২টি। জাজিরা প্রান্তে যানবাহন পারাপার হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৯৬টি। এতে টোল আদায় হয়েছে ২৫ কোটি ৭৩লাখ ৭৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া মাওয়া প্রান্তে যানবাহন পারাপার হয়েছে ২ লাখ ৩০হাজার ৪১৬টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২৬ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।
সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, ঈদের সময় পদ্মা সেতুতে যানবহনের চাপ বেশি ছিলো। সেতু বিভাগ সেই চাপ সফলভাবে সামাল দিয়েছে। গতকাল পর্যন্ত ঈদের একটু চাপ ছিলো। এখন স্বাভাবিক সময়ের এর চেয়ে কিছুটা বেশি গাড়ি চলছে। দ্রুত সময় টোল আদায় হচ্ছে। আগের থেকে আমাদের টোল আদায়ের সক্ষমতা বেড়েছে দ্রুত সময় টোল আদায় হচ্ছে।
গত ২৫ জুন প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেতুর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্য দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। চালুর পর গত ১ জুলাই পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়। ওই দিন ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয়।ওই দিন পদ্মা সেতু পাড়ি দেয়া যানবহনের সংখ্যা ছিল ২৬ হাজার ৩৯৮টি