1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ ছয় দফা দাবিতে শিবচরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি শিবচরে আশরাফুল মাদারেসের সাবেক ছাত্রদের পুনর্মিলনী ও ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

পুলিশের মোটসাইকেল থেকে লাফ দিয়ে হাতকড়া পরা আসামি পলায়ন

  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩, ৬.১৮ পিএম
  • ৪৭১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন।

শনিবার বেলা পোনে ১২টার দিকে আসামিকে থানায় নেওয়ার পথে ডাসার উপজেলার বয়াতিবাড়ি এলাকা থেকে তিনি পালিয়ে যান।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।ঘটনার পরপরই পুলিশ তাঁর সন্ধানে অভিযানে নেমেছে।তবে বিকেলে সাড়ে ৫ টা পর্যন্ত আসামির কোন সন্ধান পায়নি পুলিশ।

পালিয়ে যাওয়া আসামির নাম খোকন মুনশি (৩২)। তিনি ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইচপাড়া এলাকার মোতালেব মুনশির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি খোকন দীর্ঘদিন ধরে পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামি খোকন ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডাসার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশীল চন্দ্র একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে আসামিকে ধরতে অভিযান নামেন। আসামিকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে সুশীল তার মোটরসাইকেলে তোলেন। এ সময় মোটরসাইকেলে মাঝে আসামিকে বসিয়ে পিছনে বসেন ওই কনস্টেবল। আসামি বহন করা পুলিশের মোটরসাইকেলটি ডাসার থানায় রওনা হয়ে প্রায় এক কিলোমিটার পথ সামনে বয়াতিবাড়ি এলাকায় আসার পরেই সুযোগ বুঝে আসামি মোটরসাইকেল থেকে হাতকড়া পরা অবস্থায় লাফ দেয়। পরে একটি পরিত্যক্ত ইটভাটা মধ্যে দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম নামে একজন বলেন, ‘গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে পুলিশের মোটরসাইকেলটি ধীরগতিতে চলছিল। এই সযোগে ওই আসামি মোটরসাইকেল থেকে লাফ দিয়ে এক দৌঁড়ে পরিত্যক্ত ইটভাটার মধ্যে দিয়ে পালিয়ে যায়। তা ছাড়া যখন লাফ দেয় তখন রাস্তা খালি ছিল। এ কারণে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পালিয়ে যেতে কোন অসুবিধা হয় নাই।’

জানতে চাইলে ডাসার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশীল চন্দ্র ঘটনা অস্বীকার করে বলেন, ‘ স্থানীয় একটি ফোন কল পেয়ে আমি ও এলাকায় একজন অপরিচিতি লোক ঘুরাঘুড়ি করছে শুনে আমি যাই।আমি সেখানে গেলে আমার উপস্থিতি টের টেয়ে ওই লোক দৌড়ে পালিয়ে যায়।তখন এলাকার লোক ধর ধর বলা শুরু করে। হাতকড়া নিয়ে কেউ পালিয়ে যায়নি। তা ছাড়া সে ওয়ারেন্টভুক্ত নয়।

এদিকে হাতকড়া নিয়ে মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান ও ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান।

ওসি হাসানুজ্জামান মুঠোফোনে বলেন, ‘পালিয়ে যাওয়া ওই আসামির বাড়িতে আমরা অবস্থান করছি। তার সম্পর্কে বিস্তারিত নিচ্ছি। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এর থেকে বেশি কিছু বলা যাবে না।’

মাদারীপুর পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান বলেন, ‘মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। কীভাবে আসামি পালিয়ে গেছে, তা তদন্ত করে দেখা হবে। এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের কোনো অবহেলা থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!