কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে হাত-মুখ ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নাসরিন আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
তেইশ বছর বয়সী নাসরিন উপজেলার সিডিখান এলাকার দক্ষিণ সিডিখান গ্রামের হানিফ চৌকিদারের মেয়ে।
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নাসরিন আক্তার দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছেন। আজ সকালে হঠাৎ করে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে একা হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন অনেক খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে নাসরিনের লাশ উদ্ধার করে।
সিডিখান ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার জানান, সকালে মেয়েটি পানিতে ডুবে মারা গেছে শুনেছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, “আমরা জেনেছি পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। “