মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে কালকিনি থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত আটটার দিকে কালকিনি উপজেলার চরলক্ষ্মীপুর এলাকার আরিয়াল খাঁ নদের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়।
অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারনা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আড়িয়াল খাঁ নদে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরি করে। এ সময় লাশটি অর্ধগলিত দেখা যায়। পাশাপাশি এর ভুঁড়ি বের করা ছিল। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। ধারণ করা হচ্ছে আড়িয়াল খাঁ নদের কোন একটি অংশ থেকে লাশটি ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছেছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ায় পর হত্যার রহস্য বা কারণ জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।