প্রতিনিধি,ঢাবি:
আগামী ৯ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে চলছে মনোনয়নপত্র সংগ্রহ। আজ ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। আজ শেষ দিনে বিভিন্ন শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিকে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন শিবচরের ২ জন শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদে “বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ” প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা (ময়নাকাটা)-র সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আরিফ ঢালী। আরিফের বাড়ি পাঁচ্চর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। আরিফ শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী।
এছাড়াও, কবি জসীমউদ্দীন হল সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে নির্বাচন করবেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ নাবিল। নাবিলের বাড়ি দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। নাবিল ও আরিফ উভয়ই জয়ের ব্যাপারে আশাবাদী এবং তারা সবার কাছে দোয়া চেয়েছেন
সা/নি/ সোহেল রানা::