শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর শিবচরে বসত ঘরের মধ্যে থেকে একটি পুরাতন মরিচাপড়া গ্রেনেড উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের মিজানুর বেপারীর বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গ্রেনেডটি বর্তমানে শিবচর
সোমবার রাত ১১ টার দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সততা নিশ্চিত করেন।
এসময় তিনি জানান, গত ৫/৬ মাস পূর্বে ভান্ডারীকান্দি ইউনিয়নের বেপারী কান্দি এলাকার শাহিন বেপারীর ছেলে সিফাত (০৫), ও ইলিয়াস ফকির এর ছেলে ছাব্বির (০৪) একই এলাকার মিজানুর রহমান বেপারীর বাড়ীর দক্ষিন পাশে চকের মধ্যে খেলতে যায়।এসময় চকের পাশে থাকা ঝোপ ঝাড়ের মধ্যে গ্রেনেট সদৃশ বস্তুটি পাইয়া মিজানুর রহমান বেপারীর মেয়ে সুমাইয়া আক্তার (২০) এর নিকট দেয়। পরবর্তীতে সুমাইয়া আক্তার উক্ত গ্রেনেট সদৃশ বস্তুটি চিনতে না পারিয়া সে তাহাদের বসত ঘরের মধ্যে রেখে দেয়। আজ রাত্র আটটার দিকে সময় টেলিভিশনে সংবাদ দেখে গ্রেনেট টি চিনতে পেরে দ্রুত জরুরী জাতীয় সেবা-৯৯৯ এ ফোন করে উক্ত গ্রেনেটির কথা অবহিত করে। পরে সংবাদ পেয়ে নিকটস্থ ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মোঃ সেলিম রেজাকে পাঠান।পরে পরিদর্শক মো: সেলিম রেজা সেখানে গিয়ে মিজানুর রহমান বেপারীর বসত ঘরের মধ্যে থেকে পুরাতন মরিচাপড়া একটি গ্রেনেট সদৃশ বস্তু উদ্ধার করে।
ওসি আরো জানান, বর্তমানে গ্রেনেটটি ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের কম্পউন্ডের মধ্যে নিরাপদ স্থানে রাখা হয়েছে। উদ্ধারকৃত গ্রেনেটটি সচল আছে কি না তাহা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হবে।