নিজস্ব প্রতিবেদকঃ
জেসিআই ঢাকা ইয়াং এবং ঢাকা ওয়েস্ট -এর উদ্যোগে রেইনকোর্ট বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৭ই আগস্ট) গুলশান ২ আবাসিক এলাকায় প্রায় শতাধিক রিকশাওয়ালা দের মাঝে রেইন কোট বিতরন করা হয়
জানা যায়,রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে তাদের জন্য ঝুম বৃষ্টিতে রিকশা চালানো কষ্টকর,সেই সাথে এই বৃষ্টিতে ভেজার কারণে তারা বিভিন্ন সংক্রামক ব্যাধিতেও আক্রান্ত হয়ে পড়ে। তাদের এই কষ্ট ও ভোগান্তি কিছুটা হলেও লাঘব করতে তাদের মাঝেজে সিআই ঢাকা ইয়াং এবং জেসিআই ঢাকা ওয়েস্ট যৌথ উদ্যোগে রেইনকোট বিতরণ করে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইয়াংয়ের প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ, জেসিআই ঢাকা ওয়েস্টের প্রেসিডেন্ট
ত্বহা ইয়াছিন রমাদান,জেসিআই ঢাকা ইউনাইটেড এর প্রেসিডেন্ট মোঃ আশিকুর রহমান। আরও ছিলেন জেসিআই ঢাকা ইয়াং ও ওয়েস্ট এর বোর্ড মেম্বারস এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এই অনুষ্ঠানের মূল সমন্বয়ক ছিলেন জেসিআই ঢাকা ইয়াংয়ের লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সিল রাবেয়া নাসির অভি।
এই ধরনের প্রয়াস বৃষ্টিতে তাদের পথচলা কিছুটা হলেও সহজ করে তুলবে বলে মনে করেন জেসিআই এর সদস্যবৃন্দ।
ভবিষ্যতেও এই ধরনের জনকল্যানমুলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর ১৮ লোকাল চ্যাপ্টার কাজ করছে।