বিনোদন ডেস্কঃ
কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে।সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে।
পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারন মানুষ শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী।
রবিবার (৭ নভেম্বর) সকলের সুপ্রিয় ছাত্র নেতা রাজিবের ২৮ তম শুভ জন্মদিন। তিনি শিবচর উপজেলার ছাত্রলীগের এক উজ্জ্বল নক্ষত্র।১৯৯২ সালের এই দিনে শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের ঐতিহ্যবাহী ঢালী পরিবারে জন্মগ্রহণ করেন।
উপজেলা ছাত্রলীগ পরিবারের সদস্যরা তাকে অন্যতম একজন অভিভাবক হিসেবেই মনে করেন।শুধু ছাত্রলীগের নেতাকর্মী নয়, ব্যক্তিগত জীবনে তিনি সবার সুখে-দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করেন
সকলে।
আজ প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন সকলের প্রিয় ছাত্রলীগ নেতা রাজিব।জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ বন্ধু-বান্ধবী, ছোট ভাই-বোন, কর্মী সমর্থক আর শুভাকাক্সক্ষীদের দখলে।
ছাত্রলীগ সভাপতিকে নিয়েই শুভেচ্ছাময় স্টাটাস ভাসছে নেতাকর্মীদের নিজস্ব টাইমলাইনে।ছাত্রলীগ সভাপতির রাজনৈতিক সহযোদ্ধারা এবং তার শুভাকাঙ্খীরা এমনকি গনমাধ্যমকর্মীরাও ছাত্রলীগ সভাপতির সামনের রাজনৈতিক পদ আরো মসৃন হওয়ার প্রত্যয় নিয়ে আশাবাদ ব্যাক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল সমৃদ্ধি কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাটাস দেন।
সারাক্ষণ নিউজের পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা রইলো।।