নিহত সানদিজার বাবা আবুল হোসের আকন জানান, আমার মেয়ে সানজিদা সকালে খালা বাড়ি বেড়াতে যায়। দুপুরে খবর পাই আমার মেয়ে পানিতে ডুবে মারা গেছে। আমার মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি। আমার একমাত্র মেয়ে মারা যাওয়ায় আমার স্ত্রী বাকরুদ্ধ হয়ে পরেছে।
প্রতিনিধি শিবচরঃ
খালা বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিবচরের পূর্ব শ্যামাইল গ্রামের ২বছরের শিশু কন্যা সানজিদা।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় খালা বাড়িতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুটি মারা যায়।
নিহত সানজিদা শিবচর পৌরসভার ৮নং ওর্য়াডের পূর্ব শ্যামাইল গ্রামের আবুল হোসেন আকনের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত সানজিদা সকালে আজিমনগর গ্রামে খালা বাড়িতে বেড়াতে যায়। দুপুর ২ টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশে বৃষ্টিতে জমে থাকা জলাশয়ে পরে যায়। কিছুক্ষন পর পরিবারের লোকজন জলাশয় থেকে সানজিদার নিথর দেহ খুজে পায়। স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত্যু ঘোষনা করেন।পরে সন্ধ্যার দিকে সানজিদার মরদেহ শিবচরে নিয়ে আসলে তার আত্মীয় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে তার এলাকা।
নিহত সানদিজার বাবা আবুল হোসের আকন জানান, আমার মেয়ে সানজিদা সকালে খালা বাড়ি বেড়াতে যায়। দুপুরে খবর পাই আমার মেয়ে পানিতে ডুবে মারা গেছে। আমার মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি। আমার একমাত্র মেয়ে মারা যাওয়ায় আমার স্ত্রী বাকরুদ্ধ হয়ে পরেছে।