1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ ছয় দফা দাবিতে শিবচরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি শিবচরে আশরাফুল মাদারেসের সাবেক ছাত্রদের পুনর্মিলনী ও ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

কালকিনিতে ডলারের পরিবর্তে কাগজ দিয়ে প্রতারনা, গ্রেফতার ১

  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১, ৭.১৬ পিএম
  • ৫৩৫ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি কালকিনিঃ

মাদারীপুরের কালকিনিতে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া চক্রের অন্যতম সদস্য আরব আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবারাতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।তবে আজ দুপুরে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত আরব আলী গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের বড়ভাটরা গ্রামের ইয়াকুব আলী মোল্লার ছেলে।

প্রতারনার স্বীকার অটোচালক নজরুল ইসলাম মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার জয়নাল হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার নজরুল ইসলামকে স্বল্পমূল্যে ডলার দেয়া হবে এমন লোভ দেখায় আরব আলীসহ একটি প্রতারকচক্র। সেই প্রতারনার ফাঁদে পড়ে গত ২৭ জুলাই চার লাখ টাকা দেন অটোচালক নজরুল ইসলাম। বিনিময়ে তাকে গামছায় প্যাচানো একটি পোটলা দিয়ে বাড়ি নিয়ে খুলতে বলা হয়। পরে বাড়ি নিয়ে গামছা ভেতর ডলারের পরিবর্তে শুধু কাগজ দেখতে পেয়ে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয় তিনি। এই ঘটনায় পরদিন প্রতারক আরব আলীসহ ৪জনের নামে থানায় মামলা করে। অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আরব আলীকে গ্রেফতার করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে প্রতারক আরব আলী। পরে তাকে পাঠানো হয় আদালতে।

ভুক্তভোগী অটোচালক নজরুল ইসলাম বলেন, আমাকে ভুল বুঝিয়ে আমার কাছ থেকে ৪ লাখ টাকা প্রতারকচক্র হাতিয়ে নেই। আমি এই টাকা আত্মীয় স্বজনের কাছ থেকে ধারদেনা হয়ে সংগ্রহ করেছি। এই প্রতারকচক্রের সকল সদস্যদের গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

প্রতারক আরব আলী বলেন, আমি কাপড়ের ব্যবসায়ী করি। পরে নজরুল ইসলামকে লোভ দেখিয়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেই। পরে তার হাতে ভেতরে পেপার দিয়ে গামছার একটি পোটলা বানিয়ে তড়িঘড়ি করে কেটে পড়ি।

কালকিনি থানার সেকেন্ডে অফিসার ও উপপরিদর্শক (এসআই) সুমন কুমার আইচ জানান, টাকা প্রতারক হাতিয়ে নেয়ারচক্রের প্রধান আরব আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি ধরতে চলছে অভিযান।

মাদারীপুরের কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, এই প্রতারকচক্রের সারাদেশ ব্যাপী একটি বড় নেটওয়ার্ক রয়েছে। তারা গ্রামের সহজসরল মানুষকে বোকা বানিয়ে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নেয়। এক এক সময় তারা এক এক রকমের পন্থা অবলম্বন করেন। কৌশল পরিবর্তন করলেও তথ্য প্রযুক্তির সহায়তা প্রচারকচক্রের বাকি সদস্যদের ধরনে নানামুখী কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!