মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে নবনির্বাচিত ছাত্রদল কমিটির আনন্দ মিছিল পন্ড করে দিয়েছে থানা পুলিশ। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষুদ্ধ ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
দলীয় সুত্রে জানাগেছে, শুক্রবার বিকালে কালকিনি উপজেলা, পৌরসভা ও সৈয়দ আবুল কলেজ শাখার নতুন আহব্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রদল। ওই তিন কমিটি একেই সঙ্গে অনুমোদন করেন জেলা ছাত্রদলের আহব্বায়ক মেহেদী হাসান জাকির ও সদস্য সচিব কামরুল হাসান। এ তিন আহব্বায়ক কমিটি ঘোষনার খবরে সন্ধ্যায় নবনির্বাচিত উপজেলা,পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতাল সড়কে একটি আনন্দ মিছিল বের করেন। এসময় কালকিনি থানা পুলিশের বাধার মুখে ওই আনন্দ মিছিলটি পন্ড হয়ে যায়। তবে ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়ন রাখা হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ নজরুল ইসলাম হাওলাদার জানান, আমরা নতুন কমিটি উপলক্ষে শান্তুিপুর্ণভাবে আনন্দ মিছিল বের করলে থানা পুলিশ ও ছাত্রলীগের নেতারা মিলে আমাদের মিছিলটি পন্ড করে দিয়েছে। পুলিশ আমাদের মিছিলের উপর লাঠি চার্জ করেছে। আমাদের দলের লোকজন আহত হয়েছে।
এ বিষয় জানতে চাইলে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন , ছত্রভঙ্গ করার কোন ঘটনা ঘটেনি। পুলিশের গাড়ি দেখে তারা পালিয়ে গেছে।