1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ

এক সময়ের পর্দা কাপানো নায়িকা বনশ্রীর ঠিকানা আশ্রয়ন প্রকল্পে

  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৭.০৪ এএম
  • ৪৮৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

চিরদিন কাহার ও সমান নাহি যায়।
আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়॥
অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি
তারও হল বনবাস রাবণ-করে দুর্গতি।কাজী নজরুলের এই গান যেন বনশ্রীর জন্যই লেখা।
একসময় ডালিউডের নায়িকা বনশ্রীর কথা জানলে একথা সকলেই স্বীকার করবে।

তিনি সাহিনা সিকদার বনশ্রী (জন্ম: আগস্ট ২৩, ১৯৪৪) মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি গ্রামে।বাবা মজনু শিকদার ওরফে মজিবুর রহমান শিকদার ও মাতা সবুরজান (রিনা)র দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বনশ্রীই বড়।বাবা ঠিকাদারি করার কারনে সাত বছর বয়সেই শিবচর থেকে পাড়ি জমান রাজধানীতে।

সোহরাব রুস্তম’ সিনেমার মধ্য দিয়ে ১৯৯৪ সালে চলচ্চিত্রে পা রাখেন নায়িকা বনশ্রী। মমতাজ আলী পরিচালিত এই সিনেমায় বনশ্রীর নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। একই বছর মুক্তি পায় এই নায়িকার দ্বিতীয় সিনেমা ‘মহা ভূমিকম্প’। সুভাষ ঘোষ পরিচালিত এই সিনেমায় বনশ্রী দুই নায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন। তিনি অভিনয় করেছেন আরো অনেক নায়কের বিপরীতেও।ভাবতেই অভাক লাগে একসময় ডালিউডের পর্দা কাপানো এই নায়িকা বর্তমানে বাস করেন সরকারের আশ্রয়ন প্রকল্পের ঘরে।

সোমবার (৬ নভেম্বর) সরেজমিনে যাওয়া হয় শিবচরের মাদবরের চর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে।সেখানে গিয়ে দেখা যায় ওইগুচ্ছ গ্রামের টি ২৯ নম্বর ঘরে থাকেন তিনি।সেখানে গিয়ে কথা হয় বনশ্রীর সাথে। জানা যায় তার জীবন সংগ্রামের করুন কাহিনি।

এসময় তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি সংস্কৃতি চর্চার প্রতি আকৃষ্ট ছিলেন ফলে একসময় উদীচী গণসাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত হন। তিনি ভালো গান করতেন। এরপর অভিনয় শেখার জন্য যোগ দেন সুবচন নাট্য সংসদে। বিটিভির স্পন্দন অনুষ্ঠানে নিয়মিত আবৃত্তি করেছেন।

পরে তিনি যুক্ত হন সিনেমায়। প্রায় দশটির ছিনেমায় কাজ করেছেন তিনি।যদিও তার মধ্যে তিনটি ছবি আলোর মুখ দেখেন। এদের মধ্যে সোহরাব-রুস্তম চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর নেশা, মহাভূমিকম্প, প্রেম বিসর্জন, ভাগ্যের পরিহাস ইত্যাদি চলচ্চিত্রে একনাগাড়ে অভিনয় করেন।করছেন মান্না ও রুবেলের মত নায়কের সাথে অভিনয়। একটি ঝামেলায় পড়ে বাদ দিতে হয়েছে চলচ্চিত্র। চলচ্চিত্র ছেড়ে দেয়ার পর আর্থিক অনটনের কারণে কিছুদিন তিনি ঢাকার শাহবাগের ফুল মার্কেটে ফুলের ব্যবসা করেছেন। বিভিন্ন বাসে হকারি করেছেন, বিক্রি করেছেন নামাজ শিক্ষার বই।

অভাব অনটনের মধ্যে জীবনের ঘানি টানতে না পেরে অবশেষে মহামারী করোনার পরে চলে আসেন নিজ উপজেলা শিবচরে। বর্তমানে বসবাস করছেন শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে।।

তার সাথে কথা বলার ফাঁকে তিনি আরো জানান,তার দুই ছেলে মেয়ে।বড় মেয়েটি কিডনাপ হয়েছিল যখন (মেয়েটি) ক্লাস সেভেনে পড়েন।তখন তিনি মেয়ের কোন খোঁজ না পেয়ে একেবারে বৃদ্ধের মত হয়ে পড়েন।কিডন্যাপ করে সঙ্গিতার মালিক সেলিম খান তার মেয়েকে মডেল বানিয়েছেন। তাকে আর ফেরত দেয়নি।তিনি মেয়েকে ফেরত পাওয়ার জন্য থানা পুলিশের আশ্রয় নিয়েও মেয়েকে ফেরত পাননি।তারা তার মেয়েটিকে নিয়ে যায়।

তিনি বলেন, মেয়েটির বিষয় আমি প্রশাসনের কোন হেল্প পাইনি।আমার মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে তিনি বর্তমানে কিছুই জানেন না।

বনশ্রী দূর্দিনে পাশে এসে দাড়াঁন শেখ হাসিনার সরকার।তার হাতে তুলে দেন ২০ লক্ষ টাকা।এতেও অভাব ঘুচেনি বনশ্রীর।স্থায়ী ঘর না থাকায় স্বস্তিতে ছিলেন না তিনি।অবশেষে ঠাই হয় আশ্রয়ন প্রকল্পের ঘরে।

বনশ্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ২০ লক্ষ টাকা দিয়েছেন। সেই টাকা আমি ব্যাংকে রেখেছি। আগে সেই টাকার লাভের অংশ দিয়ে আমি চলতাম।আগে সেই টাকায় ২১ হাজার ৪ শত টাকা লাভ পেতাম।এই টাকা দিয়ে ঢাকায় একটি ফ্লাটে সাবলেট থাকতাম।পরে আনুমানিক ৪ বছর হবে সেই লাভের টাকা থেকে ৪ হাজার ২০ টাকা ব্যাংক কেটে নিয়ে যায়।বর্তমানে প্রতিমাসে ১৭ হাজার ২ শত টাকার মতো ওখান থেকে লাভ পাই। কিন্তু সেই টাকায় নিজের ঔষুধ কিনে সংসারের কেনাকাটা করে ছেলের পড়ালেখার খরচ চালানো যাচ্ছে না।পরে আমি চলে আসি গ্রামে।এখানে এসে একটি টিনের ঘর ভাড়া নেই।অনেকে আমাকে ঘর ভাড়া দিতে চায়নি।পরে টেলিভিশন দেখি মাননীয় প্রধানমন্ত্রী মানুষকে ঘর দিচ্ছেন। গুচ্ছগ্রামে ঘর দিচ্ছে। তখন আমি চিন্তা করলাম আমি ওখানে চলে যাবো।এখানে যেই ঘর, ঠিক ছোট খাটো একটি ফ্লাটের মত।এই আশ্রয়ন প্রকল্পের ঘর আমার কাছে অনেক ভালো লাগে।কারন এর থেকেও আমি অনেক খারাপ ঘরে থেকেছি।আমার মনে হয়কি জানেন? আমি বিপদে পড়ার পরে মনে হয় আমি বেটার একটি যায়গায় অবস্থান করছি।’

সিনেমার মানুষ তাই সিনেমায় আর কাজ করার ইচ্ছে থাকলেও তা সম্ভব নয় বলে আশা ত্যাগ করেন তিনি।তিনি গান চর্চাও করতেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এখন সামনে গান করার ইচ্ছে আছে।গান তিনি ভালো গাইতে পারেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরে আছি। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আর এখন নায়িকা নেই। আমার মেয়েটি হারিয়ে গেছে। কোথায় আছে সে, জানিনা আমি। একমাত্র ছেলেকে নিয়ে এই বেদে পল্লিতে বেচে আছি শেখ হাসিনার দয়ায়।

তিনি আরো বলেন, এখন কষ্ট করে দিন যাচ্ছে। মাঝে মাঝে রাজনৈতিক মিটিংয়ে যাই।ছেলেটা পঞ্চম শ্রেনিতে পড়ে ওকে সময় দেই। আমি ঘরে বসেই সেলাইয়ের কাজ করি। তবে করোনাভাইরাস আসার পর আর সেলাইয়ের কাজ পাই না।তবে নিজের জামাকাপড় নিজেই সেলাই করি।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম বলেন,’মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশের একজন মানুষ ও ভূমিহীন ও গৃহহীন থাকবে না।সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প -২ প্রকল্পের আওতায় শিবচর উপজেলার প্রত্যকটি ভূমিহীন ও গৃহহীন মানুষকে পুনর্বাসিত করেছি।সেই
প্রকল্পের আওতায় আপনারা জানেন যে একসময় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন আমরা যেটা যানতে পেরেছি নায়িকা বনশ্রী। সে ভূমিহীন ক্যাটাগরিতে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ন প্রকল্পে একটি ঘর পেয়েছেন। এর মধ্যে দিয়ে একসময়ের জনপ্রিয় নায়িকা এখন সর্বহারা নায়িকা বনশ্রীর একটি ঠিকানা আশ্রয়ন প্রকল্পে হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!