1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ

এক ঘন্টার বৃষ্টির হলে ২৪ ঘন্টা তলিয়ে থাকে মাদারীপুর পৌর শহরের অধিকাংশ এলাকা

  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১০.৫৪ পিএম
  • ৮৬৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায়। মাত্র একঘন্টার বৃষ্টি হলে জমে থাকা পানি নামতে লাগে ২৪ ঘন্টার বেশি সময়। এতে চরম দুর্ভোগে পৌরবাসী। অথচ নূণ্যতম এই নাগরিক সেবা না পাওয়া স্থানীয়দের পাশাপাশি ক্ষুব্ধ নাগরিক সমাজ।

সরেজমিনে দেখা যায়, মাদারীপুর পৌরসভার হামিদ আকন্দ সড়কে একটু বৃষ্টিতে তলিয়ে যায় পুরো সড়কের এক কিলোমিটার এলাকা। বৃষ্টির পানি নামতে না পারায় চরম দুর্ভোগে পৌরবাসী। একই অবস্থা ডা. অখিল বন্ধু সড়ক, শহীদ মানিক সড়ক, মন্টু ভুইয়া সড়ক, শহীদ বাচ্চু সড়কসহ অধিকাংশ সড়কের। বৃষ্টি হলেই সড়কগুলোতে দেখা দেয় জলাবদ্ধতা। মাত্র একঘন্টার বৃষ্টির পানি নামতেই লাগে ২৪ ঘন্টার বেশি সময়। কয়েক বছর ধরে এই অবস্থা চললেও উদাসীন কর্তৃপক্ষ। ফলে সমস্যা নিয়েই বসবাস করছেন পৌরবাসী। আর দুর্ভোগের শেষ নেই যাত্রী, চালক ও পথচারীর।

মাদারীপুর পৌরসভা সূত্র জানায়, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত সাড়ে ১৪ বর্গ কিলোমিটারের মাদারীপুর পৌরসভা ১৯৯১ সালে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ভুমি কর, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু সনদসহ বিভিন্ন খাতে প্রতিবছরই একশো কোটি টাকা আয় করছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় দুই লাখ মানুষের বসবাস। গত ৫ বছরে বিভিন্ন প্রকল্পে ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছে পৌর কর্তৃপক্ষ।

মাদারীপুর পৌরসভার বাসিন্দা আরাফাত শরিফ বলেন, একটু বৃষ্টি হলেই পৌরসভার বিভিন্ন অলিগলি পানিতে তলিয়ে যায়। এতে চলাচলে ভোগান্তি বাড়ে। এমনিক বাড়িঘরেও পানিও উঠে যায়। কবে এর থেকে মুক্তি মিলবে কেউ জানে না।

মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সদস্য খান মো. শহীদ বলেন, পৌরবাসী পৌর কর দিয়ে নাগরিক সুবিধা পাবে এটাই নিয়ম। কিন্তু সামান্য বৃষ্টিতে পৌরসভায় জলাবদ্ধতা এটা কাম্য নয়। সবার একটাই প্রত্যাশা শিগগিরই আধুনিক ড্রেন নির্মাণ করে স্থায়ীভাবে এই জলাবদ্ধতা থেকে পৌরবাসী মুক্তি পাবে।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, দীর্ঘদিনের এই সমস্যা থেকে বাঁচতে হাতে নেয়া হয়েছে বৃহৎ প্রকল্প। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ শেষ হলে আর কোন সমস্যা থাকবে না। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সময় লাগবে অন্তত দুই বছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!