শিবচর প্রতিনিধি:
২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে পদ্মাসেতু।আর এ উদ্বোধনকে ঘিরে শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে চলছর ব্যপক প্রস্তুতি। অনেক উৎসুক নারী পুরষ জনসভাস্থলে এসেছেন।দীর্ঘ দিনের প্রত্যাশা পুরুনে ও আনন্দ উপভোগ করতে ঘাট এলাকায় তাদের অবস্থান বলে জানান অনেকেই।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পৌনে ৮ টা পর্যন্ত সরেজমিনে বাংলাবাজার ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, দুপুরে থেকেই স্থানীয় লোকজনের ভিড় বেড়েছে ঘাট এলাকায়। জনসভা নিয়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে তাদের ভেতর। এসময় কেউ সেলফি তুলছে, কেউবা আবার নিজের ফেসবুকে লাইভ দিয়ে মঞ্চ দেখাচ্ছেন দেশবাসীকে।এসময় তাদের সাথে আলাপ করে জানা যায় আগামী শনিবারের জনসভা নিয়ে নানা প্রস্তুতি রয়েছে সাধারণ মানুষের ভেতরও। কখন, কিভাবে আসবেন? জনসভার কোথায় থাকবে? কেমন মঞ্চ হয়েছে ইত্যাদি নানা পরিকল্পনা তাদের।
বাংলাবাজার ঘাট এলাকার ঘুরতে আসা শিবচরের মাদবরের চর ইউনিয়ন বাসিন্দা রনি হাওলাদার বলেন,’ আগামী শনিবার প্রধান মন্ত্রী আসবে তাই আমরা ঘাট এলাকায় এসেছি। শনিবার ভাই ব্রাদার সহ সকলেই আসবো মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় ভাষন শুনতে তাই আগেভাগেই একটু দেখতে এলাম।”
শিবচরের মাদবরের চর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব শিকদার বলেন,
শুনছি এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাবেস।তাই এই সমবেসস্থল দেখতে এসেছি।তাছাড়া যেভাবে বাংলাবাজার ঘাট এলাকা সাজানো হয়েছে তাতে মনে হচ্ছে এটি একটি ঐতিহাসিক জনসভা হবে।”
মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন,জনসভা ঘিরে আমাদের প্রস্তুতির কোন কমতি নেই।আমরা এসএসএফ এর সাথে আলোচনা ও তাদের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। “