1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরে সানজিদ নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৫.০০ পিএম
  • ৫৭৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

ইতালিতে সড়ক দূর্ঘটনায় সানজিদ হাওলাদার(২১) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার(২৫ অক্টোবর) ইতালির সময় রাত ১০ টার দিকে তারান্ত শহরে এ দূর্ঘটনা ঘটে।বৃহস্পতিবার সকাৱে তাদের বাড়িতে মৃত্যুর সংবাদ পৌছালে বাড়ি চলছে শোকের মাতম।

নিহত সানজিদ হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চাছার এলাকার সাবেক মেম্বার মোঃ লিটন হাওলাদরের ছেলে ও ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাতিজা।চার ভাই বোনের মধ্যে সানজিদ ই সবার বড়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাওলাদার।

নিহতের পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান জানান,২০২১ সালে উন্নত জীবন যাপনের আশায় পাড়ি জমান ইতালি শহরে। বুধবার(২৫ অক্টোবর) রাতে ইতালিতে নাগরিকত্বের কাগজপত্র করার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য নিজের বাসা থেকে বের হয়ে শহরের তারান্ত এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করলে তার পিছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। পরে তিনি ঘটনাস্থলেই সানজিদা নিহত হন।

নিহত সানজিদের বাবা মোঃ লিটন হাওলাদার বলেন, আমার ছেলে আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সকালে ওর মামাতো ভাই আসিফ খালাসি আমাদের কাছে ফোন দিয়ে ওর মৃত্যুর সংবাদ জানান। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমার ছেলে লাশ যাতে আমি বাড়িতে আনতে পারি।

নিহত সানজিদ হাওলাদারের মা শান্তি বেগম বলেন, আমার তিন ছেলে মেয়ের মধ্যেই আমার ছেলেটাই ছিল সবার বড়।আমাদেরকে ভালো রাখার জন্য গিয়েছিল ইটালি আজকে তার লাশ আমরা কবে। আপনারা আমার বাজানরে আইনা দেন। আমি ওর মুখখানা দেখবো।

সানজিদের ভগ্নিপতি নুর আলম শেখ বলেন,সানজিদ ভালো ছেলে।মারা যাওয়ায় আত্মীয় স্বজনরা মর্মাহত।ওর লাশটি যেন দ্রুত দেশে এনে দাফন করতে পারি তার ব্যবস্থা যেন সরকার করেন।

ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাওলাদার বলেন,সকালে ভাতিজার মৃত্যুর খবরটি আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু সে কোথায় আছে সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। তিনি কোথায় আছে কিভাবে আছে সেটা জানার আমাদের চেষ্টা চলছে।আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আমাদের এলাকার যারা ইতালিতে থাকে তাদের ওর সম্পর্কে জানার চেষ্টা করছি।এছাড়াও আমি সদর উপজেলা ইউএনও মহোদয়কে অবগত করেছি।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনউদ্দীন বলেন, বিষয়টি আমাকে চেয়ারম্যান সাহেব অবগত করেছেন। আমরা অবশ্যই লাশ বাংলাদেশে আনার জন্য যে সকল প্রক্রিয়া আমরা সকল প্রক্রিয়া গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!