মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ৩৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল।
শুক্রবার (২৭ মে) সকালে জেলার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পখিরা এলাকার আছমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মিটুয়ার রহমান(৩৮) লোহাগড়া সদর উপজেলার কাশিনগর ইউনিয়নের মোঃ আবুল কাশেমের ছেলে ও আটক মোঃ শাজাহান শেখ(৩৫), একই জেলার কালিয়া উপজেলার মহাজন ইউনিয়নের বাগবাড়িয়া এলাকার মৃত আলী হায়দার শেখের ছেলে।
এসময় তাদের নিকট হতে ৩৮ (আটত্রিশ) কেজি গাঁজা, মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি পিকাপ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল, ০৪টি সীমকার্ড এবং মাদক বিক্রয় লব্ধ নগদ ১৫,৩০০/-(পনের হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।
আজ সন্ধ্যায় র্যাব ৮ মাদারীপুর কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে ভোরে কুমিল্লা থেকে চাঁদপুর- মাদারীপুর-কালনা-নড়াইল রুট ব্যবহার করে নড়াইল ও যশোর জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্য কয়েকজন লোক মাদকের একটি চালন নিয়ে যাবে।এসময় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউপি ৮নং ওয়ার্ডের পখিরা এলাকার আছমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দুইজনেই পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা হতে চাঁদপুর-মাদারীপুর-কালনা-নড়াইল রুট ব্যবহার করিয়া নড়াইল ও যশোর জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া আসতেছে।
মাদারীপুর র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার -স্কোয়াড্রন লীড়ার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, আটককৃত দুই গাঁজা ব্যবসায়ীকে জেলা সদর মডেল থানায় হস্তান্তর করা ও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply