এস এইচ হেমায়েত,সৌদি ব্যুরো,শিবচরনিউজ২৪.কম:
সৌদি আরবে আসার দুই বছর পর ব্যবসা শুরু করেন আব্দুল কাইয়ুম। এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এইচএমজি ও ওয়েস্টান গ্রুপ প্রতিষ্ঠিত করে ইয়ান্বুতে সফল ব্যবসায়ী পরিচিতি লাভ করেছেন আব্দুল কাইয়ুম। বর্তমানে এইচএমজি ও ওয়েস্টান গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সফল এই ব্যবসায়ী। তার প্রতিষ্ঠিত কোম্পানীতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ১৫০০ কর্মরত শ্রমিক রয়েছেন।
সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি মানবদরদী হিসেবেও পরিচিতি রয়েছে তার, আব্দুল কাইয়ুম নিজের ইউনিয়নের গরিব, অসহায় মানুষের কথা চিন্তা করে বাবা ও মায়ের নামে মকসুদ আলী এবং মনোয়ারা বেগম সমাজ কল্যান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন। এ ট্রাস্টের মাধ্যমে সমাজের গরীব, অসহায় মানুষকে খাদ্য সহায়তা,কর্মহীন লোকদের কর্মের ব্যবস্থা,যাদের কন্যা সন্তান অর্থের জন্য বিয়ে দিতে পারছে না,তাদেরকে নগদ অর্থ দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেন।
বর্তমানে মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে ইয়ান্বুতে বাংলাদেশি শ্রমিকরা যখন খাদ্য সংকটে পড়েছেন, তখনি
প্রায় ৫০০ টি পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়ে প্রবাসীদের সাহায্যে এগিয়ে আসলেন সফল ব্যবসায়ী আব্দুল কাইয়ুম।
সমাজের এসব অসহায় গরীব, দু:খী মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সফল এই ব্যবসায়ী।
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে খবর দিয়ে সেবা নিন।
Leave a Reply