আবু সালেহ রওসাদঃ
শিবচর পৌরসভার নির্বাচনে আচরনবিধি ভঙ্গের অভিযোগে মো: মিজানুর রহমান নামে আরো এক কাউন্সিলর প্রার্থীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের
মাধ্যমে পৌরসভার ২ নং ওয়ার্ডের (পানির বোতল প্রতীক) প্রার্থী মো: মিজানুর রহমানকে এ জরিমানা করেন।এসময় সেখান থেকে রান্না করার জন্য পাতিল ও কিছু চেয়ার জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আজ রাতে প্রার্থী নির্বাচনের আচরনবিধি তোয়াক্কা না করে তার নির্বাচনী এলাকায় সুসজ্জিতভাবে লোকজন নিয়ে রানা করা খাবার পরিবেশন করছিলেন।এসময় খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান উপস্থিত হয়ে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আসাদুজ্জামান বলেন” কোন প্রার্থী নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করতে পারবে না।সকলকে আইন মেনে চলতে হবে।যারা আচরনবিধি ভঙ্গ করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো”
উল্লেখ, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে ভ্রাম্যমান আতালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নির্বাচনের আচরনবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৌরসভার ১ নং ওয়ার্ডের (পানির বোতল প্রতীক) প্রার্থী আকতার হোসেন খানকে১০ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply