বজলুর রহমান,উপজেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসন এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে।
সোমবার (১৭ মে) বেলা ৩ টার দিকেজেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানকে পুলিশের একটি দল বাল্য বিবাহটি বন্ধ করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,দুপুরে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের দৌলতপুর বিসাই মৃধারকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের বাড়িতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর সাথে পার্শ্ববর্তী ফরিদপুরের সদরপুর উপজেলার চরগজারীয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে ছিটু মোল্লা (৩২) বিবাহ দেওয়ার সব আয়োজন করে মেয়েটির পরিবার। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কাছে খবর আসে বাল্যবিবাহের প্রস্তুতির। পরে নির্বাহী কর্মকর্তা মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানকে পুলিশের একটি দল সহ সেখানে পাঠান। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাৎক্ষণিক বাল্য বিবাহটি বন্ধ করেন এবং ওই শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার জন্য বাবার কাছ থেকে মুচলেকা নেন। তবে প্রশাসনের লোকজন ওই বাড়ি গেলে ছেলের পরিবার পালিয়ে যায়।
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন,’আজ দুপুরে আমরা জানতে পারি ওই এলাকায় দশম শ্রেনীর একজন শিক্ষার্থীকে বিয়ে দেওয়া হচ্ছে।আমরা যেটার সততা পাই সেটা হচ্ছে মেয়েটির এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি। আমরা গিয়ে বিয়েটি বন্ধ করি ও তাদের কাছে থেকে ওই শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার জন্য বাবার কাছ থেকে মুচলেকা নেই ও তাদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন করি।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply