শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরের শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান মুরাদ হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সোমবার(৮ আগস্ট) দুপুরে শিবচর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আতিকুর রহমান মুরাদ হাওলাদার অভিযোগ করে বলেন,’স্থানীয় মাদক ব্যবসায়ীরা তার সুনাম ক্ষুন্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে।’
সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষনা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান।
আতিকুর রহমান মুরাদ হাওলাদার লিখিত অভিযোগে বলেন, ‘গত ২৫ জুন আমি পবিত্র হজ্জ্ব পালনে গিয়ে ৩ আগস্ট দেশে ফিরি। গত ২৩ জুলাই শিবচরের শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল হাটে আমার মেঝ ভাইয়ের ভাড়া দেয়া গুদাম থেকে কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আমাকে জড়িয়ে রনি হাওলাদার, পলাশ হাওলাদার ও বেলাল মুন্সী মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়। অথচ সেখানে কি মালামাল রাখা ছিল সেবিষয়ে আমি অবগত নই। স্থানীয়দের কাছে শুনেছি ভাড়া দেয়া ওই ঘর থেকে পুলিশ চোরাই মালামাল উদ্ধার করে। সে সময় আমি হজ্জ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব ছিলাম। অথচ আমাকে জড়িয়ে বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য ফেসবুকে প্রচার করে তারা। এরা মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলাও রয়েছে। মাদক ব্যবসায় বাধা দেয়ায় আগে থেকেই আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে এই চক্রটি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সাবেক ইউপি চেয়ারম্যান আরো বলেন, ‘ঐতিহ্যবাহী উৎরাইল হাটে দূরদূরান্তের অনেক ব্যবসায়ী তাদের মালামাল হাটের আশেপাশের বিভিন্ন গুদামঘর ভাড়া করে সংরক্ষন করে। আমার মেঝ ভাইয়ের ঘরটিও একইভাবে তারা ভাড়া নিয়েছিল।’
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply