শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার(১০ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা!
দেড় বছর বয়সী রাফিয়া উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামের রাকিব খানের মেয়ে।
সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮ টার দিকে শিশুটি ঘরের সিঁড়িয়ে গিয়ে পা ঝুলিয়ে বসে। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কোন কিছুর কামড়ের চিহ্ন। এর পরেই সিঁড়ির নিচে সাপ দেখতে পায়।কিছুক্ষণ পরেই শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এদিকে সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোঁজ নিলে হাসপাতালে এ ধরনের রোগী ভর্তির কোন রেকর্ড নেই বলে হাসপাতালের একাধিক সুত্র নিশ্চিত করেন।
শিশুটির বাবার বন্ধু ও উপজেলা ছাত্র লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তৌকির হোসেন খান বলেন,রাতে মেয়েটিকে সাপে কামড় দিলে আমরা তাকে শিবচর নিয়ে আসতে বলি।এখানে আনার পরে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দিলে আমি গাড়ি ম্যানেজ করে ঢাকা পাঠানোর ব্যবস্থা করি।পরে শুনি ওখানে মেয়েটি মারা গেছে।
শিশুটির বাবা রাকিব খান বলেন,’রাতে মেয়েটি ঘরের দুয়ারে সিড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দিলে মেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই যে সাপে কামড় দিছে। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল! মেয়েটিকে বাঁচানো গেলো না!’
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply