সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ
মাদারীপুরের শিবচরে বজ্রপাতে আয়েশা (৫০) নামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার (৬ জুন) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত আয়েশা বেগম উপজেলার চরজানাজাত ইউনিয়নের বালুরটেকে এলাকার ছোরফান হাওলাদারের স্ত্রী।
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়,দুপুরে আয়েশা বেগম তাদের নিজ জমিতে বাদাম তুলতে যান। বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় একটি বজ্রপাত নিপতিত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
চরজানাজাত ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আঃ জলিল মিয়া জানান, বিকেলে বৃষ্টির সময় একটি বজ্রপাতে আয়েশা বেগম মারা যান।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন,আজ বিকেলে চরজানাজাত ইউনিয়নে বজ্রপাতে একজন মারা গেছেন।খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply