শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে পূবালী বাংক পিএলসির আয়োজনে সিটিজেন চার্টারের আওতায় স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পূবালী ব্যাংক পিএলসির শিবচর শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান মো: ফয়জুল হক শরীফ।
ব্যাংটির শিবচর শাখার ব্যবস্থাপক শেখ ফিরোজের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে ব্যাংকটির পাচ্চর উপ শাখা ব্যবস্থাপক কাওসার আহমেদ, শিবচর শাখার কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply