ডেস্ক রিপোর্টঃ
শিবচরের পাচ্চর ইউনিয়নের বড়দোয়ালী এলাকায় বঙ্গমাতা শেখ মুজিব নার্সিং ইনস্টিটিউট ও কলেজ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য হাসপাতাল ১শত শয্যায় রূপান্তরের জন্য ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারী) দুপুরে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য চিফ হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, মাদারীপুরের শিবচরে দেশের মধ্যে প্রথম বৈশ্বিক মহামারি করোনা রোগীর সন্ধান পাওয়া যায় তখন হাসপাতালের ডাক্তারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও দলীয় নেতৃবৃন্দরা অসীম সাহসের সাথে করোনা মোকাবেলা করেছেন। এজন্য আমার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সারোয়ার, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply