শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে সাশ্রয়ী মূল্যে আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে নতুন আঙ্গিকে আধুনিক শিবচর নার্সিং হোম হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বাদ আসর শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকা নবনির্মিত মধুমতী টাওয়ারের দ্বিতীয় তলায় ১০ সয্যা বিশিষ্ট হাসপাতালটি পবিত্র ফাতেহা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ব্রাক্ষনবাড়ীয়া সদর হাসপাতালের নাক,কানও গলা বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার আসফারুল আবেদীন ।
হাসপাতাল কতৃপক্ষ জানান, হাসপাতালে সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে। এই হাসপাতালের সব সময় বিশেষজ্ঞ ও সার্জনগণ চিকিৎসা সেবা প্রদান করবেন।
তারা আরো জানান, মোনাজাতের পর হাসপাতালের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি, এক্স-রে আল্ট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, মা ও নবজাতক পরিচর্যা ইউনিটগুলো পরিদর্শন করেন তাঁরা।
শিবচর নার্সিম হোমের মালিক আবুল খায়ের খানের মালিকানাধীন হাসপাতালে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলার বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, প্রভাষক,শিক্ষক, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের মালিক, ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply