শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বিষয়টি নিশ্চিত করেন শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. হারুণ অর রশীদ।
উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন তারা হলেন কহিনুর হাওলাদার ও রফিকুল ইসলাম তারেক।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ হাওলাদার। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হলে তফসিল ঘোষণা করা হয়।
এতে আগামী ৩০ জুন মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে আগামী ৮ জুলাই প্রতিক বরাদ্দ দেয়া হবে। এরপর শুরু হবে প্রচার-প্রচারণা। ২৭ জুলাই এই সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কহিনুর হাওলাদার বলেন, আমার ভাই আবদুর রউফ হাওলাদার অত্র ইউনিয়ন জনগনের ভোটে ৬ বার নির্বাচিত চেয়ারম্যান। তিনি চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন দীর্ঘদিন। আমাদের পরিবার রাজনৈতিক পরিবার। সবকিছু বিবেচনা করে জনগন আমাকে নির্বাচিত করবে বলে প্রত্যাশা করছি।
সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তারেক বলেন, আমি বর্তমানে শিবচর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক-এর দায়িত্বে রয়েছি। আমার বাবা আবদুর রশিদ মাদবর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে রাজনীতির সাথে জড়িত রয়েছে। জনগনের ব্যাপক সারা পাচ্ছি। আশা করছি ভোটাররা তাদের চেয়ারম্যান হিসেবে আমাকেই বেঁছে নিবে।
শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. হারুণ অর রশীদ জানান, ১৯ বর্গ কিলোমিটার আয়তনের সন্ন্যাসীরচর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা সাড়ে ১৫ হাজার। সন্ন্যাসীর ইউনিয়নের উপ-নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে ভোট হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এরইমধ্যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply