শরিয়তপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক পিএস ও বিএনপি নেতা মিয়া নূরউদ্দিন অপুর নামে জমি দখলের অভিযোগ করে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করা হয়েছে। এই পোস্টকে ঘিরে শরীয়তপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরাজ করছে ক্ষোভ। আগামি ২৪ ঘন্টার মধ্যে পোস্ট সরিয়ে না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে ছাত্রদল।
শনিবার (২৬ অক্টোবর) সকালে শরীয়তপুরের গোসাইরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ হুশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে কয়েকদিন আগে পোস্ট করা হয় ‘আওয়ামী লীগ নেতার বসতভিটা ও জায়গা দখলে নিয়েছে তারেক জিয়ার পিএস অপু। পোস্টে লেখা হয়, ৫ আগস্টের পর তারেক রহমানের একান্ত সচিব নুর উদ্দিন অপুর নির্দেশে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা প্রয়াত নেকমত মৃধার ছয়টি ঘর ও জায়গা দখল করে ঘর তুলে ভাড়াটিয়াদের থেকে জোরপূর্বক ভাড়াচুক্তির স্টাম্প করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এঘটনার পর নেকমত মৃধার ছেলে ও গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদ হোসেন বাবলু মৃধা তার ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, আওয়ামী লীগের পেইজে যে পোস্টটি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জমি সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ পারিবারিক, এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই। মিয়া নূরউদ্দিন অপুর নাম জরিয়ে নেকমৃত মৃধা পরিবারের ক্ষতি সাধনের উদ্দেশ্যে অতিউৎসাহী একটি মহল আওয়ামী লীগের পেইজ থেকে এ ধরনের পোস্ট করিয়েছেন। পোস্টে বাবলু মৃধা আওয়ামী লীগের পেইজ থেকে পোস্টটি রিমোভ করার অনুরোধ জানান।
এঘনাটকে কেন্দ্র করে শরীয়তপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের পেইজ থেকে পোস্টটি মুছে দিয়ে ক্ষমা প্রার্থনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় রক্তাক্ত হয়ে চিকিৎসার জন্য মিয়া নূরউদ্দিন অপু শরীয়তপুরের মাটি ছেড়েছেন। এরপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে বন্ধি করে রেখেছে। ৫ আগস্টের পরে মিয়া নূরউদ্দিন অপু মুক্তি পেলেও এখনও তিনি শরীয়তপুরে আসেননি। তাহলে জমি দখলের অভিযোগ কেন তার নামে করা হলো? আওয়ামী লীগের এমন মিথ্যা, বানোয়াট ও গুজব প্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। আগামি ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের পেইজ থেকে যদি মিথ্যা বানোয়াট ওই পোস্ট সরিয়ে দেওয়া না হয়, তবে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সরকারি শামসুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী জোনায়েদ ঢালী বলেন, ২০১৮ সালে নির্বাচনে মিয়া নূরউদ্দিন অপুর উপর গোসাইরহাটের মাটিতে হামলা করে যারা তাকে রক্তাক্ত করেছে, তাদেরকে ৫ আগস্টের পরে ক্ষমা করে দিয়েছেন তিনি৷ ৫ আগস্টের পরে তিনি এখনও গোসাতে পেলাম, গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ নামে একটি পেইজ থেকে মিয়া নূরউদ্দিন অপুর নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন একটি পোস্ট করা হয়েছে। যদি ২৪ ঘন্টার মধ্যে ওই পোস্ট সরিয়ে না নেওয়া হয়, তবে আমরা জেলা, উপজেলা ও কলেজ শাখা ছাত্রদল কঠোর অবস্থান কর্মসূচি দেব।
Leave a Reply