করোনা ভাইরাসের বিস্তার রোধে দিনের চলমান লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে শিবচর উপজেলা উপজেলা প্রশাসন।
সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আজ সোমবার (৫ জুলাই) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১জনকে ( ৫,০০০) টাকা অর্থদণ্ড দেন।
লকডাউনের শুরু থেকেই প্রশাসনের তৎপরতায় পাল্টে গেছে শিবচরের চিত্র। বাজার গুলোতে নেই অন্যান্য দিনের মতো মানুষের ভিড়। উপজেলার প্রতিটি সড়কে দফায় দফায় টহল দিচ্ছে পুলিশের গাড়ী। নেই যানবাহনের ছুটে চলা, বন্ধ রয়েছে দোকানপাট।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করায় উপজেলার কাঁচিকাটা পাওয়ার হাউস মোড়ে আবদুস সালাম নামে ১ দোকানীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান শিবচরনিউজ২৪ কে বলেন, কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply